আমি ধ্রুবসত্য কি জানিনি
খুঁজিনিও কোনোদিন
খুঁজিনিও কোনোদিন
আমার বুকের ভিতর থেকে
মিথ্যাকে স্বীকার করিনি কোনোদিন
যত রমনীয়, যত মনোহর
যত আরামের, যত কমনীয়
সে হোক
মিথ্যাকে স্বীকার করিনি কোনোদিন
যত রমনীয়, যত মনোহর
যত আরামের, যত কমনীয়
সে হোক
অসহ রাত, অসহ বিচ্ছেদ
অসহ বিভীষিকা, অসহ পথ
হয়েছে সহনীয় অবশেষে
অসহ বিভীষিকা, অসহ পথ
হয়েছে সহনীয় অবশেষে
অবহ ভার, অবহ দায়
অবহ সঙ্কল্প, অবহ অপমান
হয়েছে বহনীয় সব শেষে
অবহ সঙ্কল্প, অবহ অপমান
হয়েছে বহনীয় সব শেষে
ধূপ পুড়েছে, দীপ জ্বলেছে
বুক চিরে আলো এসেছে
প্রসব যন্ত্রণার মত
বুক চিরে আলো এসেছে
প্রসব যন্ত্রণার মত
কেঁদে বরণ করেছি তাকে
নিঃস্ব হাতে, নিঃস্ব হয়ে
নিঃস্ব হাতে, নিঃস্ব হয়ে
আমার গর্বের নিঃস্বতা
ওগো সত্য আমার সেই
আমার শক্তি, আমার পাথেয়
আমার মরণ প্রেমী সত্য
যে মিথ্যাকে মেলায় কুয়াশার মত
সর্বগ্রাসী প্রেমে
চির অতৃপ্ত, চিরমগ্ন আলিঙ্গনে
একা
ওগো সত্য আমার সেই
আমার শক্তি, আমার পাথেয়
আমার মরণ প্রেমী সত্য
যে মিথ্যাকে মেলায় কুয়াশার মত
সর্বগ্রাসী প্রেমে
চির অতৃপ্ত, চিরমগ্ন আলিঙ্গনে
একা
No comments:
Post a Comment