Friday, February 5, 2016

অহংকার

তোমার তুমি
   খানিকটা বিধাতার সৃষ্টি
         খানিকটা আমার
এ আমার অহংকার

আমার আমি
   খানিকটা বিধাতার সৃষ্টি
        খানিকটা তোমার

এও আমার অহংকার


No comments:

Post a Comment