Friday, February 5, 2016

অপেক্ষা

হাট ভেঙে গেছে কখন
   আমি ফিরতে পারলাম না
 ফেরা হল না

ঘরে যাকে পাইনি
তাকে ভাঙা হাটে
 
    পাওয়ার আশায় বসে

তাকে চিনি চিনি করে 
   আজও চেনা হল না

তবু তার অপেক্ষার মত
         এত আপন তো কিছু নেই আমার!
এমনকি আমি নিজেও তো না

No comments:

Post a Comment