Thursday, February 4, 2016

সতর্ক



আমার অসতর্ক হাতে লেগেছিল
    তোমার আনমনা হাতের ছোঁয়া

আমার অচেতনে লাগল টান
        তোমারও

তুমি থমকালে। আমি দাঁড়ালাম।
আমি নীড় পেলাম। তুমি পেলে খুঁটি।
আমি ভরসা পেলাম। তুমি পেলে ছুটি।

আমি হঠাৎ দেখা প্রজাপতিকে বললাম
      চিনিস আমায়?
 
সে বলল, আমার ডানায় দেখো।
   দেখলাম, আমার স্বপ্নের আলপনারা।

বুঝলাম, আমরা অসতর্ক হলেও
বিধাতা ছিলেন সতর্ক



(এ ছবিও সম্ভব! বিস্মিত করলেন Samiran দা।)

No comments:

Post a Comment