Thursday, November 3, 2016

আমার মালিকানা

তুমি যখন সশরীরে সামনে আমার-
    সময়, আলো, মাটি সব মিলিয়ে
   তখন তোমায় পুরোটা পাই না।
তখন তুমি সময় আর আলোর ভগ্নাংশে আসো।

যখন তুমি আমার মনের আঙিনায়
         আমার মুখোমুখি
তখন তোমায় পাই অখণ্ডভাবে
    তখন সে সময় আমার তৈরি
        সে আলো আমার তৈরি
            সে মাটিও আমার মনেরই

ঈশ্বর এইটুকুই স্বাধীনতা দিয়েছেন আমায় তাঁর মত করে
   তাঁর জগত আঙিনায় আমার মনের আঙিনার মালিকানা

No comments:

Post a Comment