Thursday, November 3, 2016

তাই হয়

তুমি কি নিষ্ঠুর হওনি?
তুমি কি আকুতি ভরা দৃষ্টিকে উপেক্ষা করে, 'না' বলোনি মুখের উপর?
তুমি কি সাহায্য চাওয়া দুটো হাতের সামনেই দরজাটা ধড়াস করে বন্ধ করোনি?

করেছ। ভুলে গেছো। কারণ ভুলে গেলেই সুবিধা। আমরা সবাই করি। ইচ্ছা-অনিচ্ছা-চাপে ইত্যাদি যে কোনো কারণেই হোক - করি।

তবে তোমার সঙ্গে এগুলো হলেই এত উত্তেজিত হও কেন?

লজ্জা পেও না। সবাই হয়। 
নিতে যাওয়ার সময় চোখ থাকে পরিমাণে
   দেওয়ার সময় মাপে
       তাই ভুলে যায় মানুষ
           অনায়াসে গিয়ে ভুলে

No comments:

Post a Comment