সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Saturday, November 5, 2016
১১৪
কারো কারো হৃদয় পিছন ফিরে থাকে মুখের সাথে মনের দেখা হয় না বলে ইতস্তত চোখের মণি এদিক ওদিক ঘোরে যতই হাঁটে সামনে দিকে, পিছনে যায় চলে
No comments:
Post a Comment