সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Sunday, November 6, 2016
অনিবার্য যন্ত্রণা
অভিভাবকত্বের এ এক অনিবার্য যন্ত্রণা ছোটকে আশীর্বাদ করো যাত্রার প্রত্যুষে লুকিয়ে বিচ্ছেদ বেদনা...
No comments:
Post a Comment