Monday, October 2, 2023

ভালো থেকো


 

ভালো থাকো

ইচ্ছামত থাকো

 

কিছু ইচ্ছা মুড়ে রেখে

পাঁজরে লুকিয়ে রেখো

 

নীড় আকাশে দ্বন্দ্ব রেখো না

ডানার ছন্দ, পায়ের ছন্দ

দুই ছন্দেই থাকো

 

ধ্রুপদে বাউলে

সাগরে পাহাড়ে

বিষাদে উৎসাহে

 

টুকরো হয়ো না

 

যা যায়, যা থাকে….

খবরদারি থাক

তুমি জীবন-আবেশে থেকো

 

ভালো থেকো

ইচ্ছামত থেকো

 

কিছু ইচ্ছা মুড়ে রেখে

চোখের পাতায় রেখো

 

(ছবিঃ Debasish Bose)

No comments:

Post a Comment