সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
গুরু বললেন, সহজ হও। পুড়তে পুড়তে সহজ হও। রাস্তা সোজা। পার করে দেব। দক্ষিণা দাও। পোড়া ছাই। তোমার অভিমান পোড়া ছাই। ভাবনা কেন। আছি তো আমি। আমিই তো আছি।
(PC Pradipta Nandy)
No comments:
Post a Comment