Wednesday, January 10, 2024

আমিই তো আছি


গুরু বললেন, সহজ হও। পুড়তে পুড়তে সহজ হও। রাস্তা সোজা। পার করে দেব। দক্ষিণা দাও। পোড়া ছাই। তোমার অভিমান পোড়া ছাই। ভাবনা কেন। আছি তো আমি। আমিই তো আছি। 


(PC Pradipta Nandy)

No comments:

Post a Comment