Tuesday, January 9, 2024

তোমার ঘরে এলাম

তোমার ঘরে এসে দাঁড়ালাম


উদারতা


তোমার ঘরের এক কোণায় বসতে এলাম 


গ্রহণশীলতা। 


অর্থের থই অর্থ খুঁজে পাব না জানি


তোমার উপলব্ধির নীলাকাশ


রেখেছ খুলে


আগলহীন অহর্নিশ 


ওগো নীরবতার


নির্ভরতা। 


তোমার ঘরে অবশেষে


বাঁচতে এলাম


আস্থা সুধায় দৃষ্টি-শ্রবণ নিকাতে এলাম


ওগো দ্বন্দ্ব পারের 


প্রসন্নতা। 


তোমার ঘরে বাঁচতে এলাম


প্রাণময়তা


তোমার ঘরের একটি কোণে বসতে এলাম


সঙ্গীতময়তা।

No comments:

Post a Comment