Sunday, May 12, 2019

যা রেখে গেলে


যা রেখে গেলে
    কেন পাখির মত ডানা মেলে উড়ে গেল না

আকাশের সাথে তবে আত্মীয়তা হত আমারও

এমন অর্থহীন শূন্য হয়ে পড়ে থাকত না ওরা

     বোবা সানাইয়ের মত

              ঘরের কোণে 

                      অলস অর্থহীন ছায়ায়

No comments:

Post a Comment