Saturday, May 4, 2019

যদি জিজ্ঞাসা করো


যদি জিজ্ঞাসা করো, 
   তবে এতগুলো বছর আমি কি করলাম?

আমি বলব -

    এই যে আমি এত অবলীলায় 
      বিনা সংকোচে, বিনা যন্ত্রণায়
        তোমাদের চোখের মণিতে দৃষ্টি রেখে
            আজ বলতে পারলাম

        "আমিও নিখুঁত ছিলাম না"

জানো তো 
    এ কথাটা না বুঝলে কত ভারী?
         না বলতে শিখলে কতটা ঘোর?

  এ কথাটাকেই হালকা করছিলাম

No comments:

Post a Comment