যদি জিজ্ঞাসা করো,
তবে এতগুলো বছর আমি কি করলাম?
তবে এতগুলো বছর আমি কি করলাম?
আমি
বলব -
এই
যে আমি এত অবলীলায়
বিনা সংকোচে, বিনা যন্ত্রণায়
তোমাদের চোখের মণিতে দৃষ্টি রেখে
আজ বলতে পারলাম
বিনা সংকোচে, বিনা যন্ত্রণায়
তোমাদের চোখের মণিতে দৃষ্টি রেখে
আজ বলতে পারলাম
"আমিও নিখুঁত ছিলাম না"
জানো
তো
এ কথাটা না বুঝলে কত ভারী?
না বলতে শিখলে কতটা ঘোর?
এ কথাটা না বুঝলে কত ভারী?
না বলতে শিখলে কতটা ঘোর?
এ
কথাটাকেই হালকা করছিলাম
No comments:
Post a Comment