অন্ধকারে দাঁড়িয়ে
এক আকাশ তারা
শিশিরসিক্ত ঘাসেদের শরীর
এক আকাশ তারা
শিশিরসিক্ত ঘাসেদের শরীর
এত
পরিচিত সব
এত কাছাকাছি
এত কাছাকাছি
অতীত
বর্তমান ভবিষ্যৎ
শিকলের মত হাত ধরাধরি
শিকলের মত হাত ধরাধরি
তবু
এসব কিছুর জন্যেই না
আয়ু সুখ নিশ্চিন্ত ঘুম
এও না, এও না, এও না
আয়ু সুখ নিশ্চিন্ত ঘুম
এও না, এও না, এও না
আমি
সূর্যাস্ত থেকে সূর্যোদয়
বসন্ত আর বর্ষার আবর্তে
নিজেকে বলে চলেছি
ক্রমাগত বলে চলেছি -
বসন্ত আর বর্ষার আবর্তে
নিজেকে বলে চলেছি
ক্রমাগত বলে চলেছি -
হাত
ধরো মন, হাত ধরো, হাত ধরো
মন, আমায় আত্মীয় করো
মন, আমায় আত্মীয় করো
No comments:
Post a Comment