সূর্য নামা আগুন বৃষ্টিতে দাঁড়িয়ে
যে বাড়িটা পুড়ছে
মাঠে দাঁড়িয়ে একা
যে বাড়িটা পুড়ছে
মাঠে দাঁড়িয়ে একা
ওকে
গিয়ে বলো
রাতের
তারাভরা আকাশে
ঠাণ্ডা বাতাসে
জুড়োতে জুড়োতে
ও যেন মনে রাখে
আগামীকালও ওকে
এমনই পুড়তে হবে একা
ঠাণ্ডা বাতাসে
জুড়োতে জুড়োতে
ও যেন মনে রাখে
আগামীকালও ওকে
এমনই পুড়তে হবে একা
ওকে
আরো বোলো
মৌসুমি
বাতাস যখন
মেঘ আনবে
ঘরের ভিতর বৃষ্টির ছিটে আসবে
ও যেন দরজাটা বন্ধ না করে
মেঘ আনবে
ঘরের ভিতর বৃষ্টির ছিটে আসবে
ও যেন দরজাটা বন্ধ না করে
ভিজে
মাটির গন্ধ মেখে
কোনো পথিক রাত জাগতে আসতে পারে
একা
কোনো পথিক রাত জাগতে আসতে পারে
একা
তার
রোদেপোড়া দিনের গল্প শুনবে বলে
No comments:
Post a Comment