Monday, May 27, 2019

তখন মাছরাঙাটা উড়ে গেলেও


ব্যাটারি ড্রেন হয়ে আসার শব্দ শুনতে পাও না
  জানো না কতক্ষণ নেটওয়ার্ক স্বাভাবিক থাকে এদিকে

শুধু অভিমান তোমার

  অনলাইনে ভেসে যাওয়া সময়েরা ডাকতে আসে না আর,
   বিকালে মাঠে যায় না কেউ
     বড় বড় ঘাস

  বিদ্যুৎ সংযোগের আওতার বাইরে 
    নেটওয়ার্কের নিঃশব্দ অনুসরণ এড়িয়ে
       রেললাইনের ধারে বসে থাকি

আপ ডাউন ট্রেনের বগির সংখ্যা গুনতে গুনতে দেখি
  ওভারহেডের তারে একটা মাছরাঙা বসে

    দূরের সিগন্যাল লাল
        বসুক কিছুক্ষণ আরেকটু ও

    আমি সিগন্যাল সবুজ হওয়ার আশঙ্কায়
       বারবার তাকাই ঘাড় উঁচিয়ে
          আড়চোখে অপেক্ষা নিয়ে

    তুমি এলে কিনা?

  তোমার ব্যাটারি, পাওয়ারব্যাঙ্ক সঞ্চিতশক্তি শূন্য হল কিনা?

    উৎকণ্ঠিত অপেক্ষায় থাকি -
  তোমার নেটওয়ার্ক বিশ্বাসঘাতক হলে
     একসাথে বসে সূর্যাস্ত দেখতাম আরেকবার!

     তখন ওই মাছরাঙাটা উড়ে গেলেও
           সব হারালাম
 
                  মনে হবে না হয়ত!

No comments:

Post a Comment