সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Thursday, June 13, 2019
২০৮
আমি
একটা বৃক্ষের সব কটা পাতা গুনে ঘুমিয়ে পড়ব সে বৃক্ষের নীচে
যে
বৃক্ষের অসংখ্য পাতা
তারপর
ঘুমের মধ্যে শুনব তার একটা একটা পাতা খসে পড়ার শব্দ
No comments:
Post a Comment