Tuesday, June 4, 2019

বিন্দুতে


মানুষটা একটা 
    স্থির বিন্দুতে
        দাঁড়িয়ে
নিশ্চিন্তে জীবনটাকে উপভোগ করবে ভেবেছিল
সে বিন্দুটা খুঁজতে ধর্ম, দর্শন ইত্যাদি নানা সোজা-বাঁকা পথ ঘুরল
প্রচুর সম্পদের একটা লক্ষ্যবিন্দুও বানালো

কিছুতেই কিছু স্থির হল না
সূর্যোদয় রাঙা পর্বতচূড়ার মত
          ক্ষণস্থায়ী হল

এতদূর পড়ে পাঠক নিশ্চয় আমায় বলবেন,
   অবশেষে বিন্দুটা কি সে পেয়েছিল?

উত্তরটা সে বলেনি। বলতে পারেনি।
   কিছুক্ষণ নীরব থেকে বলেছিল
 
        "পরে একদিন এসো"

আমি তিনবার যাওয়ার পর
    একদিন সে হেসে বলল,

     "তুমিও খোঁজাটা বন্ধ করে দাও, 
           বুঝবে তুমিই সেই বিন্দু"

তারপর খানিক ভেবে বলেছিল,

"মানুষ সব চাইতে বেশি হারায় নিজেকে
             মনে রেখো"।

No comments:

Post a Comment