Monday, June 24, 2019

৩০


ছেলেটার গায়ে বেত পড়ছে সপাৎ সপাৎ..ছেলেটা বাঁচতে গিয়ে বলতে চাইছে জয় শ্রীরাম..জয় হনুমান...

বাধ্য ছেলে। তবু তো সে বাইকচোর। ধর্মের শাসন। রাজার শাসন। এতগুলো সৎমানুষের ভীষণ যে রাগ, তারও শাসন। যাবে কোথায়?

কোথায় আবার, হাসপাতালে!

মরেই গেল। গেল তো গেল কি হল?

দুষ্টু লোকটা শাস্তি পেল।

মিছিল হল। বাইট হল। ফুটেজ হল।

আপনি আমি ঝোপের তলায়

  আরাম আরাম

আমরা কি আর নেমকহারাম?

আবার সব শান্ত হবে

খুকু ঘুমাবে পাড়া জুড়াবে

    শুধু কারা যেন ঘুমের মধ্যে
       বোমারু বিমানের আওয়াজ পাবে

    জয় হনুমান... জয় শ্রীরাম...


No comments:

Post a Comment