"যে বাঁশিতে বাতাস কাঁদে সেই বাঁশিটির সুরে সুরে...দূরে কোথায় দূরে
দূরে"...
সেই বাঁশিটি
কোথায়? কে শুনতে চায় সে বাঁশি?
কেউ না। কেউ
না। কেউ না।
"বাঁশি, তোমায় দিয়ে যাব কাহার হাতে"
কে
নেবে? কে বাজাবে? কে শুনবে?
কেউ
না। কেউ না। কেউ না।
স্তব্ধ
পৌষমেলা!
No comments:
Post a Comment