দড়ি খুলে দাও। ভেসে যাক।
ফেরার হলে ফিরবেই
অন্যথায়
পাড়ের সাথে কেবল ঠোকাঠুকি
যাচ্ছেতাই
হাতে-পায়ে পড়বে?
বালাইষাট!
তার চেয়ে নাইবা হল চোখাচোখি
তোমার রইল মাটি
তার রইল জল
ফেরার হলে ফিরবেই
অন্যথায়
পাড়ের সাথে কেবল ঠোকাঠুকি
যাচ্ছেতাই
হাতে-পায়ে পড়বে?
বালাইষাট!
তার চেয়ে নাইবা হল চোখাচোখি
তোমার রইল মাটি
তার রইল জল
মধ্যিখানে
সময় আর বাতাস নিয়ে
পৃথিবী তো রইলই,
অবিচল
পৃথিবী তো রইলই,
অবিচল
No comments:
Post a Comment