তোমার মত আমিও দেখছি
বদলে যাওয়া মুখ
বদলে যাওয়া স্লোগান
বদলে যাওয়া ভগবান
বদলে যাওয়া স্লোগান
বদলে যাওয়া ভগবান
তবু
এ মাটিতে
আমার বিশ্বাস
যে মাটি ঈশ্বরের সাথে বাস করেছে
যুগান্তকাল
যে মাটি ঈশ্বরের সাথে বাস করেছে
যুগান্তকাল
বলেছে
তুমি
ধুলি হও
তুমি আলো হও
তুমি প্রাণ হও
তুমি আলো হও
তুমি প্রাণ হও
অনন্ত
পরিচয়ে থাকো
অনন্ত বৈচিত্রে
হে অসীম, হে অনন্তকাল
অনন্ত বৈচিত্রে
হে অসীম, হে অনন্তকাল
No comments:
Post a Comment