Thursday, July 11, 2019

গন্তব্য


আমি বলেছিলাম, আর কতটা পথ?

তুমি বুঝলে, আমি ক্লান্ত

বললে, এই তো গন্তব্য

আমি ঠকেছিলাম
   বুঝলাম, তুমি হারিয়ে যাওয়ার পর

তুমি চলেছ তোমার গন্তব্যের দিকে
       আমায় এড়িয়ে

আমি ব্যথিত, বিভ্রান্ত নই

আমার গন্তব্য তুমিই

বুঝবে, তোমার গন্তব্যে পৌঁছানোর পর

No comments:

Post a Comment