Sunday, November 29, 2020

শব্দ হারিয়ে শূন্য


একটা নিশ্চুপ গাছের কাছে চুপ করে বসে থেকেছ?
আমি থেকেছি। আরাম লেগেছে।

একটা নিঃশব্দ পাহাড়ের কাছে চুপ করে বসে থেকেছ?
আমি থেকেছি। বিস্ময় লেগেছে।

একটা নিস্তব্ধ জঙ্গলের মধ্যে চুপ করে বসে থেকেছ?
আমি থেকেছি। ঘোর লেগেছে।

একজন নীরব মানুষের কাছে বসে থেকেছ? যে নীরবতা অভিমান নয়,
যে নীরবতা শব্দ হারিয়ে শূন্য?

আমি থেকেছি। কষ্ট হয়েছে। ভীষণ কষ্ট হয়েছে।

No comments:

Post a Comment