ম্যাজিকটা আর নেই
বাকি সবই আছে
যা যা
যেমন যেমন
হওয়ার, চলার, ঘটার
সবই
হচ্ছে, চলছে, ঘটছে
তবু
চোখের ভিতর
বুকের ভিতর
হাসির ভিতর
সেই ম্যাজিকটা আর নেই
তুমিও কোথায় দাঁড়িয়ে গেলে
আমিও কোথায় হারিয়ে গেলাম
সময় শুধু বালির মত
আনাচে কানাচে জমছে
অভ্যাস পিছে অভ্যাস
হাঁটছে হাঁটছে হাঁটছে
No comments:
Post a Comment