তোমার মনে হতেই পারে
মানুষ বড় স্বার্থপর
সে তো চিরকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজের মনে চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় অবুঝ
সে তো চিরকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজেই বুঝে চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় মিথ্যাবাদী
সেও তো চিরটাকাল বলো
অতশত না ভেবে ভাই
নিজের আলোয় চলো
তোমার মনে হতেই পারে
মানুষ বড় সুবিধাবাদী
সে তো চিরটাকালই বলো
অতশত না ভেবে ভাই
নিজের ভালোয় চলো
বেশি যদি তলিয়ে ভাবো
তবে তফাত কোথায় বলো
ও যেখানে সাদা
তুমি সেখানে কালো
আবার ও যেখানে কালো
তুমি সেখানে ধলো
পুরো জগত তাই তো রে ভাই
খেলছে সাদাকালো
No comments:
Post a Comment