সবাই কি বিচিত্র বিচ্ছিরি একটা খেলা খেলছে
পাইয়ে দেওয়ার
সবাই অনেক কিছু দিতে চাইছে
রাস্তা, আলো, জল, টাকা, সুখ
এ সব তো চাই আমরা
কিন্তু কেউ ওদেরকে গিয়ে বলুক
আমরা শুধু এইগুলোই চাই না
আমরা চাই যাকে শাসনের ভার দিয়েছি
সে বাধ্য হোক শুধু নিজের বিবেকের কাছে
আমরা চাই আস্থা রাখতে
শিক্ষা স্বাস্থ্য বিচার ব্যবস্থায়
আমরা চাই প্রতিটা মেয়ে সুরক্ষিত বাঁচুক সমাজে
মানুষ যেমন করে বাঁচে
স্বাধীন উন্নতশির নির্ভীকতায়
অথচ তোমরা এ সব না বলে
যা বলছ
সে গুলো চাইনা তা নয়
তবে সে গুলো গৌণ ভীষণ
No comments:
Post a Comment