সারাদিন ভাবিস আমি শুয়ে বসে থাকি
তোরাই যত কাজ করিস, আমি দিই ফাঁকি
কত কি যে ভাবি আমি
রাতদিন শুয়ে
কত তত্ত্ব, কত কথা,
মনে আসে ছেয়ে
মেঘ হয়ে সে কথারা করে গড়গড়
বৃষ্টি হয়ে মাথার মধ্যে নামে ঝরঝর
তার মধ্যে তোদের বাপু এত চুমাচাটি
রাতদিন এতো আদর,
এতো চটকাচটকি
এতো কিছু সামলিয়ে কি করে যে আছি
কবে হবে বিয়ে, একটা বউ পেলে বাঁচি
প্রাণ খুলে কথা কয়ে সুখে ঘর করি
আপাতত আসি আমি, বল জয় হরি
No comments:
Post a Comment