জানি পলাশ এসেছে
জানি বসন্তের বাতাস বইছে অহরহ
কিন্তু বলো তো প্রেমিক
এ বসন্তে কিসের দাহ বেশি?
হৃদয়ের, না পকেটের?
কে বেশি যাতনাময়
বসন্তের কোকিল?
নাকি সিলিণ্ডার আর পেট্রোল?
"রোদনভরা এ বসন্ত, সখী কখনও আসেনি বুঝি আগে"....
এ রোদনের মানে বুঝি রবীন্দ্রনাথ আজ, সমস্ত সত্তা দিয়েই বুঝি...
" দাদা গো, গ্যাস বুক করতে পারছি না, আজ চারদিন হল গ্যাস শেষ, তাও কাঠ আছে বলে তাই দিয়ে রাঁধছি....যাদের নেই....তাও *** নামে এত লোক ছুটছে, বলছে ভোট দাও...লোকে কি পাগল হল দাদা!"...
জানি না কে পাগল..
মুই পাগল না, তুই পাগল....
"এখনও ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি"...
বাজেট জিহাদে প্রাণ ওষ্ঠাগত রে
তবু বুঝিস না কি তাকি...
ওরে ক্যালানে বুঝিস নাকি তাকি....
No comments:
Post a Comment