Wednesday, March 10, 2021

সর্বস্ব খুইয়েছি

কতবার
মোবাইলের পর্দায় ভাসা
তোমার ছবিতেই
দু ঠোঁট জড়ো করে
চুমু খেয়েছি

ভালোবাসতে
শুধুমুধু সব সময়
কাছে পেতে হয় নাকি?
আমি এক নতুন রাস্তা পেয়েছি

ভালোবাসতে বুকের মধ্যে
'আমি' গড়ানো ঢাল লাগে খালি
যেদিন তোমার
চোখের আগুনে প্রথম পুড়লাম
সে ঢাল তো সেদিনই পেতেছি
গড়াতে গড়াতে
তোমার পায়ে ঠেকেছি

কুড়িয়ে নাও
কি ফিরে যাও
আমি শুধু জানি
আমি আমার সর্বস্ব
খুইয়েছি….

No comments:

Post a Comment