Wednesday, March 3, 2021

মনের গুহায়


যেখানে যত আঘাত পেয়েছ
জমিয়ে রেখেছ
গভীর সুখে
গোপন সুখে
মনের গুহায়
সে সুখ
তোমায় শক্তি দেবে
প্রত্যাঘাতের
বুনছ জাল
ধ্যানীর অপেক্ষায়

No comments:

Post a Comment