Tuesday, March 2, 2021

এ বুদ্ধিকে কি বলো তুমি?


এই যে মাঝে মাঝে
যাব যাব বাই ওঠে তোমার
ভাবটা এমন
যেন ধুম করে চলে গেলেই হয়
চৌকাঠ পেরোলেই আদিগন্ত সমুদ্র
নাকি খোলা তেপান্তরের মাঠ
নাকি হিমালয়ের কোল
কারা এত ডাকে তোমায়?
আমার মুখের দিকে তাকিয়ে
সত্যি করে বলো তো?
হাতের নাগালে যা আছে
তা ছাপিয়ে
হাতের নাগালের বাইরে আছে সব
এ বুদ্ধিকে কি বলো তুমি
বৈরাগ্য না অভিমান?

No comments:

Post a Comment