সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Saturday, April 19, 2014
জানা
আমি
জানতাম। তবু বলিনি। তুমি বলবে
বলে। তুমি বললে না। শুধু কাঁদলে। আমায় অপরাধী করল তোমার
চোখের জল। সে বলল নীরবে,"তুমি তো জানতে।"
No comments:
Post a Comment