Saturday, April 26, 2014

ভুল চেষ্টা

ও শান্তিতে থাকতে চাইল না।
না কি পারল না? জানি না।
সবার আগে যেতে চেয়ে হল একা।
তবু থামার কোনো কারণ খুঁজে পেল না।
অনেক জমালো,
অনেক আড়ালে লুকিয়ে। 
হিসাব গুলিয়ে, ঝাপসা চোখে বারবার খেল হোঁচট।
 
তবু ছোটার বেগ কমালো না।
মায়াবী নিরাপত্তার লোভ রাতের ঘুমে দিত হানা।
জেগে কুঁকড়ে বসে থাকত বিছানায় আতঙ্কিত।
হৃদয় ছেয়ে মৃত শরীরের শীতলতা।
শেষ হওয়ার আগেই গেল ফুরিয়ে।
তবু হৃদয় খুঁড়ে শেষ আশ্রয় খুঁজল না।

No comments:

Post a Comment