Friday, May 2, 2014

চৌকাঠে

সারাদিন আমার দরজার পাশেই কাটল।
ঘরেও গেলাম না, পথেও নামলাম না।
দরজায় রইলাম দাঁড়িয়ে। 

কেউ দাঁড়াল, কেউ চলে গেল তাকিয়ে।
কেউ দুদিন বিশ্রাম নিয়ে বলল,"যাই"।
তাদের কিছু আছে আমার ঘরে
আমার কিছু গেছে তাদের সাথে।
সারা সন্ধ্যাকাশ জুড়ে তাদের কথা ফোটে।
অবাক হয়ে শুনি।
যেন না পড়া উপন্যাস।
পাতা উল্টাই।
পড়া শেষে চোখ ভরে আসে জলে।
কত ব্যাথা ধরে মানুষের বুকে?
জানি না।
আজও হিসাব করতে পারিনি।
আজও দাঁড়িয়ে দরজায়।

No comments:

Post a Comment