Monday, May 19, 2014

শেষ চাওয়া

একটা সেতু বানিয়ে দাও
আমি এপার থেকে ওপারে যাব
আবার আসব এপারে।
আর ভেঙো না।

আমায় পথ করে দাও। 

আমি হাঁটব
আকাশ সাগর প্রান্তরের ধার ছুঁয়ে। 
পাঁচিল তুলো না।

ভালবাসার একটা কবিতা লিখে দাও।
আমি পড়ব।
অনুবাদ করব আদি ভাষায়।
 
শোনাবো আমার অন্তিম শ্বাস নিয়ে।

একটা নদী বানিয়ে দাও
যা মহাসাগরে গিয়ে মেশে
আমি ভাসব।
আর কেটো না।
আমি জুড়িয়ে নেব সব-
আমার শিরা ধমনী দিয়ে।

শেষে আমার হৃৎপিন্ডও রেখে যাব
তোমার হাতে।
ওকে পুড়িয়ো না।
রেখো, যেখানে হৃদয়হীন ব্যবধান
সূর্যোদয় করে থাকে আড়াল।
আমি শান্তি পাব।

No comments:

Post a Comment