তুমি বললে, দুঃখ আছে।
আমি বললাম, জানি।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি বললাম, হয় তো।
তুমি বললে, যাবে?
আমি বললাম, জানি না।
অনেকদিন গেল।
তুমি বললে, দুঃখ আছে।
আমি কাঁদলাম, জানিই তো।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি নীরব রইলাম।
তুমি বললে, যাবে?
আমি ধীরে আমার হাত বাড়ালাম।
আমি বললাম, জানি।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি বললাম, হয় তো।
তুমি বললে, যাবে?
আমি বললাম, জানি না।
অনেকদিন গেল।
তুমি বললে, দুঃখ আছে।
আমি কাঁদলাম, জানিই তো।
তুমি বললে, মুক্তিও আছে।
আমি নীরব রইলাম।
তুমি বললে, যাবে?
আমি ধীরে আমার হাত বাড়ালাম।
No comments:
Post a Comment