Tuesday, December 31, 2013

দুর্বলের সাথে বন্ধুত্বে সব চেয়ে বড় বাধা তার অতি স্পর্শকাতর অহংকার। সে ঠাট্টা কে অপমান ঠাওরায় আর ভালবাসা কে করুণা ভেবে বসে।তার আত্মশ্রদ্ধার অভাবটা মস্ত হয়ে আত্মম্ভরিতায় সার্থকতা খোঁজে বলেই এই দুর্গতি।

No comments:

Post a Comment