Friday, August 1, 2014

একলা যাবি

ডাকবি ডাক, এখনই ডাক,
ওদের আসতে অনেক দেরি।
সবাই মিলে যায় না যাওয়া,
যেতে হবে একলা তোরই।

যে থেকেছে সবার আশায়
তারই হল ভরাডুবি।
ওসব ছেড়ে কোমর বেঁধে
চল দেখি মন নোঙর তুলি।

ভাসব স্রোতে একের টানে,
নানান টানে আর কি ভুলি?
কি ঘোরাটাই ঘোরালে গো
গোলকধাঁদায় কানাগলি!

হেসে কেঁদে গুঁতো খেয়ে
ঠেকেছি এই পাড়ে এসে।
আর নারে ভাই অনেক হল
মিথ্যে কথায় ফেঁসে ফেঁসে।

মন রে কানে তালা লাগা,
চোখের দুদিক আগল দে।
ফের হারাবি রাস্তা রে মন,
বার দুয়ারে কপাট দে।

একলা বসে একের মাঝে
দেখবি কেমন লাগবে তাক।
তখন বুঝবি ঘর বার এক,
শুনবি বুকে প্রেমের ডাক।

জটিল তত্ত্ব সহজ হবে,
শান্তি ঘটে ভরবি জল।
সবার সাথে সব কে পেয়ে
আনন্দতে চলবি চল।

No comments:

Post a Comment