Wednesday, August 20, 2014

অভিসার

ছন্দপতন ঘটেছে তো অনেকবার
বেহায়ার মত ঘুরেছি এ পাড়া ও পাড়া,
চেনা গলি খুঁজে ফিরেছি বিস্তর।
ক্লান্ত হয়ে পাঁচ মাথার মোড়ে বসেছি।
ঝিমিয়ে ঝিমিয়ে নিজের মনে মনে বকেছি
কত কি!
লোকে ভেবেছে পাগল।

মনে হয়েছে রাস্তা হল শেষ বুঝি
চিরকালের মত।

তারপর কখন মেঘ করেছে, ঝড় উঠেছে, ধুলো উড়েছে।
উদভ্রান্ত করেছে তার এলোপাথাড়ি হাওয়া।

অবশেষে নেমেছে বৃষ্টি,
সে কি বৃষ্টি!
 
যেন কালিদাসের মেঘদূত এলো এঁদো গলিতে।

বাড়ির বন্ধ দরজা, কাঁচের জানলায়, বৃষ্টির ফোঁটায় লাগল সুর,
ভানুসিংহের সুর।

উঠে দাঁড়ালাম
কোমর থেকে বস্ত্র পড়ল খসে,
হাঁটতে শুরু করলাম।
ওই তো আমার চেনা গলি!
নীল সাগর আর সবুজ ক্ষেতের কোল ঘেঁষে।

অঝোরে বৃষ্টি পড়ছে
আমি এগোলাম।
প্রাণ মন ভিজে যাচ্ছে,
সুর উঠছে বুকের ছলকানিতে
জয়দেবের গীত গোবিন্দম-


রতিসুখ সারে গতম্ অভিসারে
মদন মনোহর বেশম্..

1 comment:

  1. এক পাগলপারা প্রমিকের সুদীর্ঘ অন্তহীন অপেক্ষা; তা-ই সই, তবু ফিরে আসা নয় - পাঁচমাথার মোড়ে বসে বিমগ্ন থাকা। এমন মানুষের বিফলতা? অসম্ভব! বৃষ্টি নামে, কালিদাস, ভানুসিংহ আর জয়দেবকে আসতে হয় তাঁকে তাঁর চেনা গলিতে ফিরিয়ে নিয়ে যেতে। যেখানে নীল সাগর আর সবুজ ক্ষেতের কোল ঘেষে তার প্রেমাষ্পদেষুর অপেক্ষা। পড়ে মন উদাসী হল...

    ReplyDelete