বর্ষা আড়চোখে দেখেছে,
শরৎ এসে দাঁড়িয়েছে চৌকাঠে,
কিছুটা সংকোচে।
শরৎ এসে দাঁড়িয়েছে চৌকাঠে,
কিছুটা সংকোচে।
তবু বর্ষার যাই যাই করেও আর
যেতে ইচ্ছা করছে না, মায়ায়।
যেতে ইচ্ছা করছে না, মায়ায়।
আর শরতেরও তাই, আসি আসি
করেও আর আসা হয়ে উঠছে না, লজ্জায়!
করেও আর আসা হয়ে উঠছে না, লজ্জায়!
অথচ জানে তো দুজনেই-
কি হবে, কালকে সকালেই।
কি হবে, কালকে সকালেই।
No comments:
Post a Comment