তুমি হাঁটতে পারো, ছুটতে পারো,
বসতে পারো, শুতেও পারো,
ইচ্ছা হলেই।
বসতে পারো, শুতেও পারো,
ইচ্ছা হলেই।
ভালো বাসতে পারো, নাও পারো,
দিতেও পারো, নিতেও পারো,
ইচ্ছা হলেই।
দিতেও পারো, নিতেও পারো,
ইচ্ছা হলেই।
গাইতে পারো, নাচতে পারো,
অনেক কিছুই করতে পারো,
ইচ্ছা হলেই।
অনেক কিছুই করতে পারো,
ইচ্ছা হলেই।
শুধু 'ইচ্ছা' আসে তারই মতে,
গায়ের জোরে আসবে না সে-
ইচ্ছা হলেই।
গায়ের জোরে আসবে না সে-
ইচ্ছা হলেই।
No comments:
Post a Comment