সারা জীবন ধরে অনেক কিছু চাইলাম,
জোর করলাম।
জোর করলাম।
তার বেশির ভাগেরই-
হয় দরকার ছিল না,
না তো রাখার জায়গা ছিল না,
না হয় যোগ্য ছিলাম না।
হয় দরকার ছিল না,
না তো রাখার জায়গা ছিল না,
না হয় যোগ্য ছিলাম না।
তবু তখন ভাবিনি।
আজ সেগুলো সব-
বোঝা-জঞ্জাল-বিকার।
বোঝা-জঞ্জাল-বিকার।
অথচ দেখো, তুমি যা দিয়েছ বা দিয়ে আসছ
তা আমার সত্যিই দরকার, খুব দরকার,
যদিও, তুচ্ছ মনে হত এতদিন সেগুলো।
তা আমার সত্যিই দরকার, খুব দরকার,
যদিও, তুচ্ছ মনে হত এতদিন সেগুলো।
এখন আর মনে হয় না,
আর ভুলিও না,
জঞ্জালগুলো সব ফিরিয়ে নাও।
আর ভুলিও না,
জঞ্জালগুলো সব ফিরিয়ে নাও।
আমি বসি তোমার মন্দিরের সামনে
সবার সাথে,
আর কিছু না চেয়ে নতুন করে।
সবার সাথে,
আর কিছু না চেয়ে নতুন করে।
No comments:
Post a Comment