সাহিত্য জগতে অনেক পারিজাত, পদ্ম, গোলাপ ফুটে আছে। আমি আমার আগাছা ভরা বাগানে কিছু বনফুল ফুটিয়ে রাখলাম। আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানালাম যদি পথ ভুলে কেউ এ বাগানে এসে থাকেন।
Wednesday, May 1, 2019
১৯৮
উদ্বিগ্ন
ঈশ্বর হন না। পশু তো নয়ই।
মানুষই হয়।
তোমার আমার মত।
অসুখী ঈশ্বর
হন না। পাথর নদী তো নয়ই।
মানুষ
পশু আর গাছেরাই হয়। আমাদের মত।
নিঃসংশয়
ঈশ্বর হন না। মৃত্যু তো নয়ই।
জীবনই
হয়। মানুষ হয়ে রহস্যময়ীকে যখন সে বলে, বুঝলাম!
No comments:
Post a Comment