Thursday, May 2, 2019

১৯৯


কবি নাস্তিক হয় না
শব্দেরা একে অন্যের পাশে দাঁড়ালে বাক্য হয়ত হয়

কবিতা হয় না

যতক্ষণ না প্রতিবেশী শব্দের মাঝে দাঁড়ায়
             শর্তহীন বিশ্বাস

তাই কবি কখনও নাস্তিক হয় না

       হতে পারে না

No comments:

Post a Comment