এবার থেকে
এখন থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও
এখন থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও
আমি
বলতে যেটুকু বুঝেছি
হয় তো আমি তার চেয়ে বেশি
কিম্বা কম
হয় তো আমি তার চেয়ে বেশি
কিম্বা কম
মন,
এখন থেকে
এবার থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও
এখন থেকে
এবার থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও
সুস্থির
হও
সুস্থ হও
একটু একটু অল্প অল্প করে
বুকের ভিতর মগ্ন হয়ে যাও
সুস্থ হও
একটু একটু অল্প অল্প করে
বুকের ভিতর মগ্ন হয়ে যাও
No comments:
Post a Comment