Tuesday, May 28, 2019

এখন থেকে


এবার থেকে
এখন থেকে
অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও

আমি বলতে যেটুকু বুঝেছি
হয় তো আমি তার চেয়ে বেশি
   কিম্বা কম

মন, 
  এখন থেকে
 
  এবার থেকে
 
 অল্প অল্প করে আঁশ ছাড়িয়ে নাও

সুস্থির হও
সুস্থ হও
 
একটু একটু অল্প অল্প করে
বুকের ভিতর মগ্ন হয়ে যাও

No comments:

Post a Comment