Saturday, June 15, 2019

২৯


ক্ষমাহীন আড়ষ্ট সংসার 
স্রোত নাই,
 
   প্লাবন চারিধার

নিজের নগ্ন মাংস দেখি করিছে উল্লাস 
 রক্তাক্ত কলেবর
  মদমত্ত পৈশাচিক বাস
 
   জাগাইয়া ত্রাস
      দুর্বল অসহায় প্রাণে।

পথ নাই। আলো নাই। নাই স্নেহ। নাই করুণা। 
আত্মপক্ষ সমর্থন - একমাত্র ধর্ম
মঙ্গল সাধন নাই
  সত্যের নাই অন্বেষণ
 
     মহত্বের মুখ চাহি ব্যর্থ মানবিকতা,
                   নিঃশব্দ যাতনা।

No comments:

Post a Comment