একটা
এক রত্তি ঘরে
এতগুলো দড়ি টাঙিয়ে
এত চাদর মেলে রেখেছ কেন?
এতগুলো দড়ি টাঙিয়ে
এত চাদর মেলে রেখেছ কেন?
একটু রোদ বাতাস ঢোকে না
আঁশটে গন্ধ চারদিক
আঁশটে গন্ধ চারদিক
এ খোপে,
ও খোপে, সে খোপে
একি বিপজ্জনক সংসার তোমার!
একি বিপজ্জনক সংসার তোমার!
বাইরে
এসো। বেরিয়ে এসো।
রোদে দাঁড়িয়ে বলো, তুমি ভালো নেই
তোমার সারা গায়ে হলুদ ছোপ ছোপ বিষন্নতা
রোদে দাঁড়িয়ে বলো, তুমি ভালো নেই
তোমার সারা গায়ে হলুদ ছোপ ছোপ বিষন্নতা
আরাম
লাগবে
No comments:
Post a Comment