সব কিছু গোছানো ছিল
তুমি এলে
সব গোছানোর
মধ্যে
তোমাকেও
গুছিয়ে রাখতে গেলাম
বললাম,
গুছিয়ে নাও নিজেকে
তুমি
বললে, "উদ্ধত"
বুঝলাম
না
আজ সব
কিছু গোছানো
যেমনটা
আমি চেয়েছিলাম
রেখেছিলাম
শুধু
না বোঝা বেমানান শব্দটা ছাড়া
"উদ্ধত"
No comments:
Post a Comment