Saturday, June 22, 2019

২১০



যদি বলি মানুষ ভালোবাসা চায়
         মিথ্যা বলা হয়

মানুষ একটু যত্ন চায়

ঈশ্বরের কাছে, প্রকৃতির কাছে
    সর্বোপরি মানুষেরই কাছে

    পাখির নীড়গামী ডানার
        সান্ধ্য প্রত্যাবর্তনের আকুতিতে
 

        নীড়ে রেখে যাওয়া স্নেহের পালকের মত


[ছবিঃ আদিত্য পাল]

No comments:

Post a Comment